রমজান মাস আমাদের একটি গুরুত্বপূর্ন মাস অন্য সকল মাসের থেকে। এই মাসেই মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের গুনাহ মাফ করে থাকেন।
তাছারা এই মাসে কবরের আযাব বন্দ হয়ে যায় ।কবর বাসীরা প্রতি বছর এই মাসেরই অপেক্ষায় থাকেন। এই মাসকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে।
***** রহমত
***** মাগফেরাত
***** নাজাত
তাই এই মাসে বেসি বেসি আমল করলে আল্লাহ বেসি বেসি সওয়াব দান করেন। অন্য মাসে কোরআনের একটি আয়াত পড়লে ১০টি নেকি দান করা হয় কিন্তু পবিত্র রমজান মাসে ১টি আয়াত পাঠ করলে ৯০টি নেকি দান করেন মহান রব্বুল আয়ালামিন।”সুবহানআল্লাহ”।
তাই আপনাদের জন্য নিয়ে আসলাম পবিত্র রমজান মাসের গুরুত্ব ও পজিলত-মাহে রমজান মাসের আমল-মাহে রমজান মাসের গুরুত্ব,ফজিলত ও আমল-ফজিলতপূর্ন মাহে রমজান-সিয়াম পালন করা-রোযা কাদের ওপর ফরজ-রোজা ভঙ্গের কারনে-এতেকাফের বর্নণা।
আমাদের অ্যাপে আরো আছে যে কারনে রোযা ভঙ্গ হয়-শব-ই কদর-ফিতরা কেন দিবেন-ফিতরা দেওয়ার সঠিক নিয়ম-রমজান মাসের ক্যালেন্ডার ২০২১-রোযা রাখার নিয়ত ও নিয়ম-তারাবীহ নামাজের নিয়ত ও নিয়ম-রমজান মাসের সময়সূচী-তারাবীহ নামাজের মোনাজাত-রমজান মাসের ইবাদত বন্দেগী ইত্যাদি।
আর বিস্তারিত সকল কিছু পেতে অ্যাপটি এখনই ডাউনলোড করুন।
এই অ্যাপ থেকে সম্পূর্ন ভাবে রমজান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানতে পারবেন এবং আমল করতে পারবেন।
কি কি আছে আমাদের এই অ্যাপের ভিতরে.,,,,জানতে আজই ডাউনলোড করুন।
ভালো লাগলে আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন।ধন্যবাদ সকলকে।