রাশিফল / rashifol একটি সুপ্রাচীন বিদ্দ্যা এবং সার্বজনীন বিষয়।
ভাগ্য / ভাগ্যে সব বয়সের মানুষেরই কম বেশি আগ্রহ রয়েছে। মুলত জ্যোতিষ শাস্ত্র - রাশিচক্র বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান এবং পরিপার্শ্বিক দিক বিবেচনা করে কিছু ঘটনার পরিসংখ্যান মাত্র , যা দৈবক্রমে সঠিক ভবিষ্যৎবাণী হতে পারে নাও হতে পারে ।
তবে একটা ঘটনার সম্ভাব্যতা জানতে পারলে তার জন্য চেষ্টা করা কতটা জরুরী জানতে পারলে খারাপ হয় না , এ কারণে হয়তো সবার মধ্যে রাশিফল জানার এতো আগ্রহ ।
তাই সেই প্রাচীন রাজ দরবার থেকে বর্তমান তথ্য প্রজুক্তির জীবনেও মানুষ জ্যোতিষ দের মতামতকে গুরুত্ত দিয়ে থাকে প্রয়োজনেই হোক অথবা নিছক আনন্দের জন্যই হোক।
আমাদের অ্যাপটিও আপনাদের আনন্দ দেওয়ার জন্য।তবে আনন্দের জন্য হলেও অ্যাপটির কন্টেন্ট এর জন্য দুইজন প্রোফেসনাল জ্যোতিষ এর সাহায্য নেওয়া হয়েছে।
আপাতত কন্টেন্ট সীমিত হলেও ধীরে ধীরে ক্যাটাগরি বাড়ানো হবে। অ্যাপটির ব্যাপারে আপনার গুরুত্তপূর্ণ মতামত দিতে ভুলবেন না।তাই প্রতিদিন রাশিফল(ajker rashifol) বাংলায় ( rashifal bangla) জানতে এখনি ডাউনলোড করুন।