মুক্তপেশা হলো এমন একটি কাজ যা নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে করা হয়। যারা এই প্রকারের কাজ করেন, তাদেরকে "মুক্তপেশাজীবী" বা ফ্রিল্যান্সার বলা হয়।
আধুনিক যুগে অধিকাংশ মুক্তপেশার কাজগুলি ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়। এটির ফলে মুক্তপেশাজীবীরা ঘরে বসেই কাজ করে উপার্জন করতে পারেন। এই পেশায় অনেকে প্রচলিত চাকরির চেয়ে বেশি আয় করতে পারেন, তবে এটা আপেক্ষিক। ইন্টারনেটের মাধ্যমে কাজ করে মুক্তপেশাজীবীরা দেশি-বিদেশি হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হতে পারেন।