নামাজের নিয়ম ও গুরুত্বপূর্ণ নামাজের দোয়া ও সূরা সমূহ নিয়ে আমাদের ডেভলপার টীম নামাজ শিক্ষা—সূরা ও দোয়া শির্শক এই শিক্ষামূলক অ্যাপটি তৈরি করেছেন।
মুসলমান হিসেবে প্রত্যেক নরনারীর উপর নামাজ ফরজ করা হয়েছে। নামাজকে বলা হয় বেহেশতের চাবি। সওয়াবের পাল্লা ভারি হলে হয়ত বেহেশত পাওয়া যাবে কিন্তু বেহেশতে প্রবেশের জন্য অত্যাবশ্যকীয় কর্ম হচ্ছে নামাজ। মোনাজাত আমাদের সকলের ই খুবই পরিচিত একটি শব্দ। আমরা আমাদের প্রতি ওয়াক্ত নামাজের শেষে আল্লাহর কাছে মোনাজাত করি। এই অ্যাপটিতে মোনাজাতের দোয়া সব শেষে দেওয়া আছে। নামাজ বেহেস্তের চাবিকাঠি, সকল মুসলিমের নামাজ পরা অবশ্যই দায়িত্ব ও পালনীয়। আল্লাহ তার নামাজকে ফরজ হিসাবে কবুল করেছেন তাই সঠিকভাবে নামাজ আদায় করতে হলে অবশ্যই নামাজের নিয়ম জানতে হবে সঠিক পদ্ধিতিতে আদায় করতে হবে। আল্লাহর নিকট প্রিয় আমলগুলো , আরবি ভাষা শিক্ষা , ঈদের নামায শিক্ষা , মুসলমানদের তাওবা করার নিয়ম , জুম্মার নামাজ পড়ার সঠিক নিয়ম , তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম , সম্পূর্ণ নামাজ শিক্ষা , নামাযের সম্পূর্ণ মাসয়ালা, মুসলমানের ফরজ কাজ গুলো প্রকাশ করা হল | তাছাড়া অনেক হাদিসের বই থেকে কোরআন শরীফ ও হাদিস শরীফ এর আয়াত তুলে ধরা হয়েছে। যা তথ্যসূত্র হিসেবে দেয়া হয়েছে। প্রত্যেক মুসলমানকে প্রতিদিন ৫ বার নামাজ পড়তে হয়, তাই আমাদের সকলকে নামায শিক্ষা গ্রহন করতেই হবে।