“বদনজর, জাদু ও জিনের চিকিৎসা” বিষয়ে কুরআন ও সহীহ হাদীসের অলোকে যে পদ্ধতিটি অনুসরন করা হয় তা হলো রুকাইয়াহ । এখানে পাবেন বদনজরের দোয়া, জিন তাড়ানোর দোয়া ও
এই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে শরিয়তের নির্ধারিত গণ্ডি অতিক্রম না করলেই এটা জায়েজ। এব্যাপারে রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রুকইয়াতে যদি শিরক না থাকে, তাহলে কোনো সমস্যা নেই।” (সহীহ মুসলিম, হাদিস নং ৫৫৪৪)
এক্ষেত্রে আলেমদের মত হচ্ছে, এটা তো অবশ্যই শিরক এবং কুফর থেকে মুক্ত হতে হবে, এমনকি এসবের সন্দেহও থাকা যাবে না। এজন্য ওলামায়ে কিরাম কয়েকটি শর্তের ব্যাপারে একমত হয়েছেন, সেসব হচ্ছে:
১. কোন শিরক-কুফর অথবা হারাম বাক্য থাকা যাবে না।
২. যা দ্বারা রুকইয়াহ করা হবে সেটা স্পষ্ট বাক্যে হতে হবে, যার অর্থ ভালোভাবে বোঝা যায়।
৩. দুর্বোধ্য কোন সংকেত বা ভাষায় হওয়া যাবে না, যার অর্থ স্বাভাবিকভাবে মানুষ বুঝে না।
আর হ্যাঁ! রুকইয়ার ( রুকিয়া করার নিয়ম ) ক্ষেত্রে অবশ্যই আক্বিদা রাখতে হবে, রাক্বির কোন সাধ্য নেই কাউকে সুস্থ করার কিংবা বিপদ দূর করার। সুস্থতা এবং বিপদমুক্তি আল্লাহর পক্ষ থেকেই আসে, এখানে রুকইয়াহ কেবল দোয়ার অনুরূপ ভূমিকা পালন করছে। অর্থাৎ রুকইয়াহ আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটি পদ্ধতি মাত্র।
আমাদের অ্যাপটি ( Ruqyah support ) ডাউনলোড ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। ৫* দিয়ে আমাদের সাথে থাকুন। রুকিয়া করার সময় আমাদের আনুসাজ্ঞিক অনেক বিষয় ই খেয়াল রাখতে হবে। আমাদের এই অ্যাপ টিতে কোন ভুল বা অসঙ্গতি দেখা পরলে বা আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। মহান আল্লাহ তায়ালা আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন।। আমিন