মাছ হচ্ছে প্রাণিজ আমিষের অন্যতম উৎস। কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা উপার্জন এবং পুষ্টি সরবরাহে মৎস্য সম্পদের বিশেষ ভূমিকা রয়েছে। মাছ চাষের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন- একই পুকুরে নানা জাতের মাছ চাষ করা যায়, খাল ও ডোবায় মাছ চাষ করা যায়, আবার চৌবাচ্চায়ও মাছের চাষ করা যায়।
একসময় খাল,বিল,নদীতে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যেত কিন্তু কালের পরির্বতনে এই সব মাছ তেমন পাওয়া না । কিন্তু কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবনের ফলে পর্যাপ্ত পরিমাণে দেশি মাছের পোনা উৎপাদন করা সম্ভব এবং পুকুরে চাষ করা যায়। এটি একটি লাভজনক চাষ।
এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা বিভিন্ন প্রজাতির মাছ চাষ ও প্রতিপালন পদ্ধতি, বিভিন্ন মাছের রোগব্যাধি ও তার প্রতিকার, পোনা উৎপাদন পদ্ধতি, প্রজনন ও অন্যান্য তথ্যাদি জানতে পারবেন।