কোরআন শরীফে বর্ণিত আছে যে মৃত্যুর পর পরই বান্দার কবরের সউয়াল জউয়াব এর জন্য দুইজন ফেরেশতা আসবেন । যদি তাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে কেউ দিতে পারে তবে তার জন্য কবরের আজাব এর পরিবর্তে জান্নাতের সাথে সংযোগ করে দেয়া হবে, আর যদি প্রশ্নের উত্তর সঠিক ভাবে কেউ দিতে না পারে তবে সেই মুহূর্ত থেকেই কবরের আযাব শুরু হয়ে যাবে । কবিরা গুনাহ ও শিরক মুক্ত জীবন-যাপন করতে পারলে পরকালে কবরের আজাব ও জাহান্নামের শাস্তি থেকে মুক্তি ও জান্নাত পাওয়ার আশা করা যেতে পারে। সেজন্য কবীরা গুনাহ বা বড় গুনাহ থেকে কীভাবে মুক্ত থাকা যায় সেই উদ্দেশ্যেই কবিরা গুনাহ অ্যাপ টি তৈরি করা হয়েছে।
অ্যপটি ভাল লাগলে ৫* রেটিং দিয়ে নতুন কিছু উপহার দেয়ার সুযোগ দিবেন। ধন্যবাদ।