সূরা আর রহমান অডিও সহ - বাংলা অর্থ ও ২৬টি ছোট সূরা ফজিলত পবিত্র কোরআন সূরা। সূরা আর রহমান এর ফজিলত অনেক। পবিত্র কোরআন শরীফের ফজিলত পূর্ণ সূরা গুলোর মধ্য একটি। পবিত্র কোরআন শরীফ পাঠকারীর উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। আর যেই ব্যাক্তি সূরা আর রহমান প্রতিদিন পাঠ করবেন তার জন্য দোযখের দরজা সমূহ বন্ধ হয়ে যাবে এবং বেহেশতের দরজা সমূহ খুলে যাবে।
সূরা আর রহমান কুরআনের ৫৫ নম্বর সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৭৮ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ৩। সূরা আর রহমান মদীনায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় "অতএব, হে জ্বীন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?" আয়াতটি বারবার বলা হয়েছে।
এই সূরার শিরোনাম, যেটি সূরার প্রথম আয়াতে বলা হয়েছে যার অর্থ “পরম দয়াময় আল্লাহ” । এ সূরার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ তা’আলার রহমতের পরিচায়ক গুণাবলী ও তার বাস্তব ফলাফলের উল্লেখ করা হয়েছে।
Download from google play:
https://play.google.com/store/apps/details?id=com.snscorp.sura_ar_rahman