মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৫৯ নম্বর সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২৪।এই অ্যাপটিতে ২২,২৩,২৪ নং আয়াতের সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা আল-হাশর মদীনায় অবতীর্ণ হয়েছে।
সূরা হাশর অনেক ফজিলতপূর্ণ সূরা।এই অ্যাপটিতে সূরা হাশর আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ অডিও এবং এর ফজিলত দেওয়া হয়েছে।
এখানে আপনি সূরা হাশরের শেষ তিন আয়াতের অডিও,বাংলা উচ্চারণ,আরবি আয়াত,বাংলা অর্থ সম্পর্কে জানতে পারবেন।এখানে সূরা হাশরের সুমধুর কন্ঠের অডিও শুনতে পারবেন।
সূরা হাশরের শেষ তিন আয়াত পবিত্র কুরআন শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ন তিনটি আয়াত। সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠের ফজিলত অনেক। সূরা আল হাশর পবিত্র কুরআনের ৫৯ নম্বর সূরা। মদীনায় অবতীর্ন হওয়া এই সূরা আল-হাশর এর আয়াত সংখ্যা ২৪ টি। সূরাটির সর্ব শেষ তিন আয়ত পাঠের বিশেষ কিছু ফজিলতের জন্য তা সূরা হাশরের শেষ তিন আয়াত নামে পরিচিত। সূরাটির দ্বিতীয় আয়াত থেকে “হাশর” নামটি নেওয়া হয়েছে। এই আয়াত তিনটি পাঠের বিশষ কিছু ফজিলত আছে যা প্রত্যেক মুসলিমের কাছে কাম্য। হযরত মাকাল বিন ইয়াসার রাঃ রাসূল সাঃ থেকে বর্ণনা করেন। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি সকাল বেলা তিন বার পড়বে “আউজুবিল্লাহিস সামীয়িল আলীমি মিনাশ শাইতানির রাজীম”। তারপর সূরা হাশরের শেষ তিন আয়াত [ হুয়াল্লাহুল্লাজী লা-ইলাহা শেষ পর্যন্ত] তিলাওয়াত করবে। তাহলে আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য ৭০ হাজার ফেরেস্তা নিযুক্ত করেন। যারা উক্ত ব্যক্তির জন্য মাগফিরাতের দুয়া করতে থাকে সন্ধ্যা পর্যন্ত। আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে।
Download from google play:
https://play.google.com/store/apps/details?id=com.snscorp.sura_hasr_last_three_aayat