আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ (ICC ODI World Cup) অনুসারে এখনও পর্যন্ত সাতটি দল চূড়ান্ত করা হয়েছে। যেগুলি হল ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান। তিনটি নকআউট ম্যাচসহ মোট ৪৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে।
২০২৩ সালটি ক্রিকেটপ্রেমীদের কাছে এক দিবাস্বপ্নের বছর। ক্রিকেট ইতিহাসে ওয়ানডে বিশ্বকাপের (ODI World Cup) একটা আলাদা তাৎপর্যময় রয়েছে। যতই আইপিএল বা টি-টোয়েন্টি লিগ আসুক না কেন, ওয়ানডে বিশ্বকাপ চিরকাল এগিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। চার বছর পর চলতি বছরে ফের বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর। এই বছর ওয়ানডে বিশ্বকাপ (World Cup 2023) অনুষ্ঠিত হতে চলেছে ভারতে। দীর্ঘ ১২ বছর পর আবারও ভারতে অনুষ্ঠিত হবে এই ওয়ানডে বিশ্বকাপ।
২০২৩ বিশ্বকাপের জন্য, ১২টি পূর্ণ সদস্য দল ও নেদারল্যান্ডস সহ মোট ১৩টি দলের মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ সুপার লীগ প্রতিযোগিতার সেরা ৭টি দল ও আয়োজক ভারত সহ আটটি দল স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করবে। বাকী পাঁচটি দল, লীগ ২, চ্যালেঞ্জ লীগ ও প্লে-অফ লীগ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত অপর পাঁচটি সহযোগী সদস্য দল মিলে খেলবে বিশ্বকাপ বাছাইপর্ব। বাছাইপর্বের শীর্ষ দুটি দল অগ্রসর হবে চূড়ান্ত প্রতিযোগিতায়।
ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ক্রিকেট ! ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পূর্ব নির্ধারিত ক্রীড়া হিসেবে স্বাগতিক ভারতে অনুষ্ঠিত হবে।
এ ক্রিকেট প্রতিযোগিতাটি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ত্রয়োদশ আসররূপে পরিচিত পাবে। এর ফলে ভারত চতুর্থবারের মতো ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক হবার সৌভাগ্য লাভ করবে।
এছাড়াও ২০২৩ বিশ্বকাপের জন্য, ১২টি পূর্ণ সদস্য দল ও নেদারল্যান্ডস সহ মোট ১৩টি দলের মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ সুপার লীগ প্রতিযোগিতার সেরা ৭টি দল ও আয়োজক ভারত সহ আটটি দল স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করবে।
বাকী পাঁচটি দল, লীগ ২, চ্যালেঞ্জ লীগ ও প্লে-অফ লীগ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত অপর পাঁচটি সহযোগী সদস্য দল মিলে খেলবে বিশ্বকাপ বাছাইপর্ব। বাছাইপর্বের শীর্ষ দুটি দল অগ্রসর হবে চূড়ান্ত প্রতিযোগিতায়।
সরাসরি যে দলগুলো অংশগ্রহণ করবেঃ
১. ভারত
২. বাংলাদেশ
৩.অস্ট্রেলিয়া
৪. আফগানিস্তান
৫. ইংল্যান্ড
৬. পাকিস্তান
৭. নিউজিল্যান্ড
৮. দক্ষিণ আফ্রিকা
৯. শ্রীলঙ্কা
১০. নেদারল্যান্ডস