বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু মাঝে মাঝে এই প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে গিয়ে আমরা কিছু সমস্যায় ভুগি। সেই সব প্রাধান সমস্যার গুলির মধ্যে মোবাইল গরম, ফোন লক, মোবাইল ভাইরাস, মোবাইল লক, মোবাইলের কোড, মোবাইল লক খোলা ইত্যাদি। কিছু পদ্ধতি আনুসরন করলে আমরা এর থেকে মুক্তি পেতে পারি। এই অ্যাপসটিতে উপরোক্ত সমস্যার সমাধান খোঁজে পাবো।
মোবাইল ফোনের ওপর মানুষের নির্ভরতা এতটাই বেড়েছে যে, এখন এই যন্ত্র ছাড়া কেউ এক দিন পার করার চিন্তাও করতে পারেন না। মোবাইল ফোন যদি কিছুক্ষণ ঠিকমতো কাজ না করে, এতে অনেকে অধৈর্য হয়ে পড়েন।
মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে ছোটখাটো সমস্যা হয়ই। আমাদের এই অ্যাপটি আপনাদের কে সহযোগীতা করবে ছোটখাট সমস্যার সমাধান করতে। আমাদের মোবাইল টিপস এর মাধ্যমে যেমন ধরুন মোবাইল ফোন লক হয়ে গেছে না হয় ফোন নাম্বার পাচ্ছেন না বা আপনার কোন অ্যাপ কাজ করছে না ইত্যাদি নানান সামস্যার ঝটপট সমাধান। এই সকল সমস্যা সমাধানে কেউ ছোটেন মোবাইল রিপিয়ারিং শপ বা কেয়ার সেন্টার। তবে একটু চেষ্টা করলে নিজেই নিজের মোবাইল ফোন ঠিক করতে পারবেন এই মোবাইল টিপস বাংলা অ্যাপটির মাধ্যামে। মোবাইল ফোনের সাধারণ কিছু সমস্যা ও সমাধান নিয়ে আমাদের এই অ্যাপস