হে আমার ছেলে ..!
বিষয়টি এমন নয় ।
সহজ করে ভাবো ।
এই যৌবনের রোগ শুধু তোমার একার নয়, বিষয়টি নিয়ে আগে পরে আমি অনেক লিখেছি।
দুঃখজনক হলেও সত্য, যে সমস্যা অনুভব করছো তা যদি তোমার ঘুম কেড়ে নিয়ে থাকে, তাহলে মনে রেখো ! এটা ছোট-বড় আরও অনেকেরই ঘুম কেড়ে নিয়েছে।
অনেকের চোখ থেকে ছিনিয়ে নিয়েছে নিদ্রাসুখ।
ছাত্রকে সরিয়ে দিয়েছে পড়াশোনা থেকে ।
শ্রমিককে তার কর্ম থেকে, এবং ব্যবসায়ীকে তার ব্যবসা থেকে ।
যেই প্রেমের বর্ণনায় পরীক্ষায় পড়েছেন শত শত কবি, প্রেম করতে গিয়ে ধরাশায়ী হয়েছেন শতশত সাহিত্যিক, সেই প্রেম এবং তোমার অনুভূতি বিষয়ে পুরোপুরি অভিন্ন ।
কিন্তু তুমি একে নিয়েছো উন্মুক্ত ও আবরণ মুক্ত বিষয়রুপে । মানুষ এর সাথে পরিচিত হয়েছে : তবে তারা প্রতারিত হয়নি । তারা একে ধরেই চকলেটের কাগজের মতো ছুড়ে ফেলেছে , যাতে এর প্রকৃতি থেকে অন্যদের ফাঁকি দেওয়া যায়।
তুমি ঝর্ণায় ঠোঁট লাগিয়ে পান করেছ ,আর মানুষ তাপান করেছে কারুকার্যমন্ডিত পেয়ালায় ভরে।