গর্ভধারণ কোনো মায়ের রোগ নয়।প্রত্যেক নারীর জীবনেই একটি বিশেষ মুহূর্ত হলো- গর্ভধারণ।সৃষ্টি-জগতের সবচাইতে অসাধারণ প্রক্রিয়া হল গর্ভধারণ এর মাধ্যমে একটি মানব শিশুর জন্ম।এক অসাধারণ পরিক্রায় তিল তিল করে একজন নারী হয়ে উঠেন একজন পরম মমতাময়ী 'মা'।ছোট্ট একটি কোষ থেকে এক বিন্দু রক্তকণিকা তারপর ছোট্ট নরম তুলতুলে এক মানবশিশু।সুস্থ শিশু মানেই সুস্থ জাতি।প্রত্যেক শিশুর মধ্যে ঘুমিয়ে থাকে আগামী দিনের ভবিষ্যৎ।
সুস্থ শিশুর গঠনে গর্ভকালীন সময়ে মায়ের সচেতনতা এবং মায়ের সাথে অন্যদের আচরণ মানব ভ্রূণের বেড়ে উঠার নিয়ামক। মায়ের স্বাস্থ্য, চাহিদা মাফিক পুষ্টি, মানসিক সুস্থতা, যথাযথ পরিবেশ- মাতৃজঠরে বেড়ে ওঠা ভ্রণের বৃদ্ধি ও বিকাশের ওপর দারুণ প্রভাব ফেলে।সুস্থ-সবল শিশুর জন্ম নিশ্চিত করতে হলে সচেতনতা এবং গর্ভধারিণীর শারীরিক ও মানসিক সুস্থতা একান্ত জরুরি। এজন্য চাই গর্ভকালীন নানা প্রস্তুতি। তবে এ প্রস্তুতি শুধু নারীর একার নয়, তার স্বামী, পরিবার এবং সমাজের। গর্ভধারণ কোনো অসুখ নয়।বরং এটাকে সাদরে গ্রহণ করা আমাদের সবার উচিত।আমাদের মত রক্ষণশীল সমাজে যেখানে গর্ভকালীন সময়কে মায়েদের অসুখ বলে ভুল করে, সেখানে মায়েরা কোন কোন সমস্যা পরিবার এবং আপনজনের কাছ থেকেও লজ্জায় লুকিয়ে রাখে বা আলাপ করতে সংকোচ বোধ করে।গর্ভবতী মায়েদের এই সংকোচ বোধ দূর করতে মূলত আমাদের এ্যাপটি তৈরি করা।
এই অ্যাপের মাধ্যমে প্রতিসপ্তাহের শিশুর গঠন, মায়ের যত্ন, পরিবারের দায়িত্বসহ বেশকিছু বিষয়ে আগেভাগেই মা'কে সতর্ক করে দেয়।এর মাধ্যমে গর্ভবতী মা ও তার পরিবার জানতে পারবেন গর্ভধারণ থেকে শিশু-জন্মের মাঝে ৪০ সপ্তাহের প্রতি সপ্তাহে শিশুর পরিবর্তনের সাথে সাথে মায়ের শারিরিক এবং মানসিক পরিবর্তন, গর্ভকালীন জটিলতা, গর্ভকালীন অসুখ ও সাধারণ লক্ষনসমূহ, সাধারণ নির্দেশনা, গর্ভকালীন পরিচর্যা ইত্যাদি সম্পর্কে।গর্ভবতী মায়ের যত্ন, গর্ভবতী অবস্থায় কি করবেন, কি করবেন না, গর্ভবতী অবস্থায় মা কী খাবেন এবং কোন খাবার গর্ভের সন্তান এবং মায়ের জন্য প্রয়োজন, বিভিন্ন জরুরী অবস্থার লক্ষন সমূহ ও এ-অবস্থায় পরিবারের করণীয়, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা প্রতিরোধে করণীয়, গর্ভকালীন সাধারণ জিজ্ঞাসা ইত্যাদি তথ্যের জানান দিবে অ্যাপসটি।