মৃত্যু এক অনস্বীকার্য বাস্তবতা। অবিশ্বাসীদের সব পার্থিব চাকচিক্যের আশা ভরসা চুরমার হয় এই বাস্তবতার নির্মম আঘাতে। আল্লাহ বলেন,
"যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলে, 'হে আমার পালনকর্তা! আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সেসব সৎকর্ম করতে পারি, যা আমি করিনি।' কখনোই নয়! এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা (বারযাখ) আছে পুনরুত্থান দিবস পর্যন্ত।" (সূরা মুমিনুন ২৩:৯৯-১০০)