মজার গল্প (Mojar Golpo) বলতে হাসি তামাসার গল্পকেই বোঝানো হয়। আবার অন্যভাবে বলতে গেলে যেই গল্প পড়ে মানুষ খুব মজা পায় তাকে মজার গল্প বলে। তবে বাস্তবিক অর্থে মজার গল্প বলতে বিনোদনমূলক হাসির গল্পকেই বোঝায়। মজার গল্পের মূল বিষয়বস্তু হলো হাসি, তামাসা, ঠাট্টা, রসিকতা ইত্যাদি। তবে রুপকথার গল্প ও এক ধরনের মজার গল্প। রুপকথার গল্প সত্য ঘটনার মতোই মনে হয়, কিন্তু অবাস্তব আজ আমরা ছোতদের কিছু মজার গল্প নিয়ে হাজির হলাম। আশা করি সবার ভাল লাগবে।