পাঁচ ওয়াক্ত নামাজ শিক্ষা সূরা ও দোয়া/namaj shikkha
পাঁচ ওয়াক্ত নামাজ শিক্ষা অ্যাপ । মুসলমান হিসেবে নামাজ পড়া বাধ্যতামূলক। কিন্তু নামাজ হওয়া চাই সহিহ-শুদ্ধ। যেখানে উপায় আছে সেখানে ভুল হওয়ার কোন সুযোগ নাই। আমরা পাঁচ ওয়াক্তের নামাজ শিক্ষা অ্যাপের মাধ্যমে আপনাদের সবার কাছে শুদ্ধভাবে নামাজ
পড়ার পন্থা পৌঁছে দিতে চাই। পাঁচ ওয়াক্তের নামাজ শিক্ষা অনেকের কাছেই গুরু ব্যাপার আবার অনেকেই নামাজ পড়তে গিয়ে কিংবা পড়া শেষে সন্দেহে থাকেন যে আমার নামাজের সময়সূচি, নামাজের নিয়ত, নামাজের সুরা ও দোয়া সমূহ ঠিক আছে কি’না!
মুসলমান হিসেবে প্রত্যেক নরনারীর উপর নামাজ ফরজ করা হয়েছে। নামাজকে বলা হয় বেহেশতের চাবি। সওয়াবের পাল্লা ভারি হলে হয়ত বেহেশত পাওয়া যাবে কিন্তু বেহেশতে প্রবেশের জন্য অত্যাবশ্যকীয় কর্ম হচ্ছে নামাজ। দিনে রাতে মিলে এই পাঁচ ওয়াক্ত নামজের ফরজ সমূহ
ও বাংলা প্রয়োজনীয় দোয়া সমূহ সঠিকভাবে পড়া এবং পালন করার জন্য আপনি নিঃসন্দেহে আমাদের এই নামাজ শিক্ষা—সূরা ও দোয়া অ্যাপটি ব্যবহার করতে পারেন। নামাজ পরার পাশাপাশি নামাযের ফজিলত ও জানা জরুরী এতে আত্মিক ধ্যান ও সাধনা বৃদ্ধি পায়।
ইসলাম শুধু নামাজ আদায় নয়, বরং পরিবার ও সমাজে নামাজ প্রতিষ্ঠার নির্দেশও দিয়েছে। আল্লাহ বলেন, ‘আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন এবং তার ওপর দৃঢ় থাকুন।
ভ্যাসের ব্যাপার।’(সুনানে বায়হাকি, হাদিস : ৫০৯৪)
নামাজে অভ্যস্ত করতে শরিয়তের নির্দেশনা
সন্তান বালেগ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাকে নামাজের নির্দেশ দিতে বলেছে ইসলাম। রাসুলুল্লাহ (সা.) বলেন তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও। তাদের বয়স ১০ বছর হওয়ার পর (প্রয়োজনে)
নামাজের জন্য প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও। (সুনানে আবি দাউদ, হাদিস : ৪৯৫)
মসজিদে ঐ শোনরে আযান, চল নামাজে চল।
দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল।
ওরে চল নামাজে চল।।
তুই হাজার কাজের অসিলাতে নামাজ করিস কাজা,
খাজনা তারি দিলিনা, যে দ্বীন দুনিয়ার রাজা।
তারে পাঁচবার তুই করবি মনে তাতেও এত ছল।
ওরে চল নামাজে চল।
সন্তানকে কেন নামাজে অভ্যস্ত করতে হবে
শৈশব থেকে সন্তানকে নামাজে অভ্যস্ত করে না তুলে ভবিষ্যতে সে নামাজের প্রতি যত্নবান হতে পারবে না। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘তোমরা সন্তানদের নামাজের প্রতি যত্নবান হও এবং তাদের ভালো কাজে অভ্যস্ত করো। কেননা কল্যাণ লাভ অভ্যাসের ব্যাপার।’
(সুনানে বায়হাকি, হাদিস : ৫০৯৪)
এ ছাড়া শিশুর জীবনের গতিপথ নির্ধারণে পারিবারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। ইমাম গাজালি (রহ.) বলেন, শিশু মা-বাবার কাছে আমানত এবং তার অন্তর মূল্যবান মণিমুক্তাতুল্য। তা শূন্য ক্যানভাসের মতো পবিত্র ও নির্মল। তা যে কোনো চিত্রের জন্যই উপযোগী এবং তাকে
যে দিকে ইচ্ছা ফেরানো যায়। তাকে যদি ভালো কাজ শিক্ষা দেওয়া হয়, তবে সে দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যবান হবে। আর যদি তাকে মন্দ কাজে অভ্যস্ত করা হয় বা পশুর মতো অবজ্ঞা ও উপেক্ষা করা হয়, তবে সে হতভাগ্য ও ধ্বংস হবে। শিশুর রক্ষণাবেক্ষণ হলো তাকে
আদব-কায়দা, শিষ্টাচার ও উন্নত চারিত্রিক গুণাবলি শিক্ষা দেওয়া। (ইউসুফ আল হাসান, আল ওয়াজিজ ফিত-তারবিয়্যাহ, পৃষ্ঠা-২)
আশাকরি পাঁচ ওয়াক্তের নামাজ শিক্ষা শিরোনামের এই অ্যাপটি ব্যাবহার করে আপনারা প্রাত্যাহিক জীবনে অনেক উপকৃত হবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ব্যাবহার করার সুযোগ করে দিবেন।
বিঃ দ্রঃ এই অ্যাপ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ অভিমত আমাদের একান্ত কাম্য। ইমেইলের মাধ্যমে আপনার পাঠানো অভিমতের ভিত্তিতেই এই অ্যাপের উন্নয়ন ও সংশোধনে আমরা জরুরী পদক্ষেপ গ্রহণ করব।