ঈদ মোবারক মেসেজ দিয়ে আমরা আমাদের প্রিয়জনদের শুভেচ্ছা জানাই।
ঈদ মোবারক মেসেজ যেন ঈদের সাথে অতোপ্রোতভাবে জড়িত। ঈদে আনন্দটাও একটু বেশি-ই হয়। আর ছোটদের জন্য ঈদের দিনে আনন্দেরও যেন শেষ নেই। ঈদের সকালে নতুন কাপড় পড়ে নামাজ পড়া, তারপর বড়দের কাছ থেকে সালামি আদায় করা, মায়ের তৈরি সেমাই-পায়েস খাওয়া, আত্মীয়-স্বজন আর রাজ্যের যত বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া সে এক বিশাল আনন্দ। ঈদ মানে আনন্দ খুশি রাশি রাশি, ভেদাভেদ ভুলে যাই থাকি পাশাপাশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর অনেক প্রতীক্ষিত সেই ঈদ নিয়ে আসে সবার মাঝে আনন্দ। আর এই আনন্দকে আরো বাড়িয়ে দিতে আমরা আমাদের প্রিয়জনদের পাঠাই ঈদ মোবারক মেসেজ। একটা সময় ছিল যখন ঈদের আগে বন্ধু বান্ধব বা প্রিয়জনদের মাঝে ঈদ কার্ড দেওয়ার প্রচলন ছিল। এখন সময়ের সাথে তাল মিলিয়ে আর ঈদ কার্ডের সেই প্রচলন আর তেমন নেই। আর তার বদলে এসেছে
ডিজিটাল কার্ড বা সোসাল মিডিয়ার মাধ্যমে ঈদ মোবারক মেসেজ এর আদান প্রদান। যাই হোক ধনী-গরিব সবাই মিলেমিশেই আনন্দে-উৎসবে ঈদ উৎযাপন করা উচিত। যাতে গরিবরাও ঈদে আনন্দের উপলক্ষ পায়, হাসিমুখে ঈদ পালন করতে পারে। সবাই মিলে একসঙ্গে ঈদ পালন করতে পারলে তবেই ঈদের দিনটি প্রকৃত আনন্দ বয়ে আনতে পারবে। নইলে আর কীসের ঈদ? আর আপনারা এই অ্যাপসে পাবেন ঈদ মোবারক মেসেজ যা আপনাদের প্রিয়জনদের পাঠাতে পারবেন। আশাকরি অ্যাপসটি আপনাদের ভালো লাগবে।