আমরা তো প্রতিদিন কোন না কোন ভাবে সময় ব্যায় করে থাকি মোবাইলের পিছনে কিন্তু এই সময়ের বিনিময়ে যদি কিছু ইনকাম হয় তাহলে কেমন হয়?
এই কথা বিবেচনা করে নিয়ে আসলাম Money For Time App.
এই অ্যাপসটির মূল বিষয় হলোঃ সময় দাও, টাকা নাও। এখানে মূলত আপনাকে সময় দিতে হবে অর্থাৎ এই অ্যাপসটির ভিতর প্রবেশ করে যতটুকু সময় থাকবেন, ততো সময় আপনি টাকা পাবেন। আপনাকে এখানে কোন কাজ করতে হবে না, শুধু মাত্র অ্যাপসটির ভিতরে প্রবেশ করে যা ইচ্ছা তাই অর্থাৎ ভিডিও দেখা, পত্রিকা পড়া, ইউটিউব দেখা, ফেসবুক চালানো ইত্যাদি ইত্যাদি।
এই অ্যাপসটির কার্যক্রম নিচে দেওয়া হলোঃ
১।
এই অ্যাপসটিতে ইনকাম করতে হলে অবশ্যয় রেজিস্ট্রিশন করতে হবে।
অ্যাপসটিতে প্রবেশ করে অবশ্যয় এডমিন যে ভাবে বলবে, সে ভাবে কাজ করতে হবে।
২।
এই অ্যাপটিতে এডমিন হয়ে আপনি আরো অনোক বেশি কাজ করতে পারেন। তাই এডমি হওয়ার জন্য অবশ্যয় যোগাযোগ করুন। (Mail:
[email protected])
এডমিনের জন্য যোগাযোগ করার পর আপনাকে কী করতে হবে তা অবশ্যয় জানিয়ে দেওয়া হবে। এছাড়া কিছু তথ্য নিচে দেওয়া হলো:
৩।
আপনি এডমিন হওয়ার পর আপনার আনডারে ৫ জন অথবা ১০ জন নিয়ে কাজ করতে পারবেন। প্রতি ইউজার প্রতি আপনাকে ৫ টাকা এবং আপনার ঘণ্টা ৩০ টাকা দেওয়া হবে। আপনার ইউজারদের যাচাই-বাছাই করা সম্পূর্ণ আপনাকে করতে হবে।
৪।
আপনার যদি ইনকাম করার মন-মানুষিকতা থাকে তাহলে অবশ্যয় লগইন অবস্থায় অ্যাপসটিতে সময় ব্যয় করতে হবে। অন্যতায় আপনার সময় গ্রহণ যোগ্য হবে না।
৫।
প্রতিটা ইউজারের ঘণ্টা প্রতি টাকা তার অ্যাপসের একাউন্টে জমা হবে এবং মাস শেষে সে টাকা উত্তোলণ করতে পারবে। মাসে শেষে ইউজার যে পরিমাণ টাকা ইনকাম করবে অর্থাৎ যে কোন পরিমাণ টাকা উত্তোলণ করতে পারবে।