বিশ্বাস স্থাপনরে জন্য এমন কতিপয় বাক্য বা বাক্য সমষ্টিকে কালিমা বলে, যা পাঠ করলে পাঠকারী ইসলামের ভিতরে প্রবেশ করে এবং মৃত্যু পর্য়ন্ত আল্লাহ ও তার রাসুলের হুকুম ছাড়া
অন্য যে কোন হুকুম পালন কর এবং ভিন্ন পথে চলা নিষিদ্ধ। কালিমা গুলোর পাঠই হচ্ছে আন্তরিক ঈমান তথা বিশ্বাসের বাস্তবরুপে।
ঈমানের শর্ত হল তিনটি। ১. মুখে স্বীকার করা। ২.অন্তরে বিশ্বাস করা এবং ৩. আল্লাহর যাবতীয় হুকুম আহকাম পালন করা ও নিষিদ্ধ কাজ হতে বিরত থাকা।