মানুষের জীবনে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। কিছু স্মৃতি মনকে হাঁসায়, কিছু স্মৃতি মনকে কাঁদায়। আবার অনেক স্মৃতি বর্তমানকে ভুলে দিয়ে অতীতকে আরো জীবন্ত করে তোলে। ভালো লাগে যখন ফেলে আসা অতীতের স্মৃতিগুলো মনে পড়ে। আমরা প্রায় সকলেই একমত যে ছাত্রজীবন বা স্কুল লাইফ ই হল জীবনের শ্রেষ্ঠ সময়। সাংসারিক জটিলতাও জীবনের বাস্তবিক খুঁটিনাটি থেকে চিন্তামুক্ত চিত্ত এই ছাত্রজীবন । স্নিগ্ধ ও স্বচ্ছ বাতাসের মতোই নির্মল এই ছাত্রজীবন । স্কুল লাইফ এর মজা ও আনন্দ আমাদের মধ্যেথেকে অনেকেরাই নিশ্চই উপভোগ করেছেন, তাইনা? স্কুল লাইফ এর সেই আনন্দের মুহূর্তগুলি আজ ও আমাদের মনে পরে কিন্তু আমরা সেই সময় আর যেতে পারবো না! স্কুল লাইফ বা ছাত্রজীবনে কাটানো সময়গুলো তাই প্রায় অধিকাংশ মানুষের কাছেই সবথেকে আনন্দঘন মুহূর্ত।