বর্তমানে বিনোদনের অন্যতম খোরাক হচ্ছে পছন্দের মুভি বা সিরিজ দেখা। কিন্তু মুভি লাভার রা কোন একটা মুভি বা সিরিজ দেখার আগে সেটার বিষয়ে ভালোভাবে জানতে চায়, যাতে করে মুভি বা সিরিজ টা দেখার পর তার মূল্যবান সময় নষ্ট না হয়। মুভি বা সিরিজ দেখার আগে যারা রিভিউ পড়তে চান তাদের জন্যই মূলত আমাদের এই প্রচেষ্টা। ফেইসবুক থেকে মার্জিত এবং ভালো মানের রিভিউ গুলো নিয়ে এই অ্যাপ এ প্রকাশ করা হবে, আর সেটা অবশ্যই লেখক এর অনুমতি নিয়ে। "মুভি কথন" এর সাথেই থাকুন।