সৎসঙ্গের প্রাণপুরুষ, যুগ-পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত অমৃত নির্দেশ হল সত্যানুসরণ। ১৯১০ খ্রিস্টাব্দে বাংলা ১৩১৬ সালে শ্রীশ্রী ঠাকুর ২২ বছর বয়সে এক নিশায় লিপিবদ্ধ করে দিলেন তাঁর অমৃত-নিষ্যন্দী স্বতঃ-উৎসারী বানী গ্রন্থ সত্যানুসরণ। ভক্তের প্রার্থনা নামিয়ে নিয়ে এল পৃথিবীর বুকে মন্দাকিনীর পুণ্য ধারা যা সঞ্জীবিত করে রাখবে তাঁকে এবং যুগ যুগ ধরে প্রতিটি মানুষকে।
Show More
Show Less
More Information about: সত্যানুসরণ - Thakur Anukul Cha