সামবেদ সংহিতা - সাম মানে গান। যে মন্ত্র গান করা যায়, তাকেই সাম বলে। যজ্ঞ করার সময় কোন কোন ঋগ আবৃত্তি না করে সুর করে গাওয়া হত। এই গেয় ঋগ্সমূহকে বলা হয় সামবেদ। আর সামর সংকলনই সামবেদ সংহিতা। সামবেদের অধিকাংশ মন্ত্র ঋকবেদ থেকে গ্রহণ করা হয়েছে। এই বেদের নিজস্ব মন্ত্রের সংখ্যা ৭৫টি। বৈদিক অনুষ্ঠানে পরিবেশিত গানের সঙ্কলন হলো সামবেদ। এই কারণে সামবেদকে অনেক সময় সঙ্গীত গ্রন্থ বলা হয়। এই বেদকে দুটি ভাগে ভাগ করা হয়। এই প্রথমভাগ আর্চিক এবং দ্বিতীয় ভাগ গান। আর্চিক আবার দুই ভাগে বিভক্ত। এই ভাগ দুটো হলো‒ পূর্বার্চিক ও উত্তরার্চিক।
সামবেদ সংহিতা Samaveda Samhita - অ্যাপটিতে নিম্নলিখিত বিষয়গুলি রয়েছে।
ভূমিকা - সামবেদ সংহিতা
সামবেদ - ১ম অধ্যায় আগ্নেয় কাণ্ডঃ অগ্নিস্তুতি
সামবেদ - ২য় অধ্যায় ঐন্দ্র কাণ্ডঃ ইন্দ্রস্তুতি
সামবেদ - ৩য় অধ্যায় ঐন্দ্র কান্ডঃ ইন্দ্রস্তুতি
সামবেদ - ৪র্থ অধ্যায় ঐন্দ্র কান্ডঃ ইন্দ্রস্তুতি
সামবেদ - ৫ম অধ্যায় পাবমান কাণ্ড
সামবেদ - ৬ষ্ঠ অধ্যায় আরণ্যক কাণ্ড
সামবেদ - মহানাম্নী আর্চিক