কষ্টের কবিতা (koster kobita) মানুষের জীবনের কষ্ট নিয়ে লেখা হয়। মানুষের কষ্ট বিভিন্ন রকমের হতে পারে যেমন, ভালোবাসার কষ্ট, টাকার কষ্ট, শারীরিক কষ্ট ইত্যাদি। আর এই সকল কষ্টই মানুষের মনে আঘাত হানে। অবশেষে সেটা মানসিক কষ্টেই রূপ নেয়। সুতরাং মানুষের এই দুঃখ কষ্টের বিষয়বস্তু নিয়ে লেখা আবেগ অনুভূতি যে কবিতায় থাকে তাই হলো কষ্টের কবিতা। কষ্ট মানুষের জীবনেরই একটা অংশ। কষ্ট নিয়ে হতাশ না হয়ে শক্ত মনে এগিয়ে যাওয়াই উত্তম।