আমরা স্বপ্ন দেখি সুন্দর, সাজানো, ও ঐক্যবদ্ধ বাংলাদেশের।
* সকল শ্রেণী ও পেশার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রাণের দেশ আমাদের ভালোবাসার শহর গড়ে তুলবো।
* শুধুমাত্র সাধারণ জনগণ ও জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চললেই দেশ ও জাতির উন্নয়ন সম্ভব।
* সাধারণ জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে সুসম্পর্ক ও যোগাযোগই উন্নয়নের মূলমন্ত্র। যেকোনো জনপ্রতিনিধির কাজই হলো সাধারণ জনগণের প্রয়োজন শোনা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া।
নাগরিক ফোরাম চট্টগ্রাম App ব্যবহার করে চট্টগ্রামের সকম শ্রেণী ও পেশার মানুষ তাদের জনপ্রতিনিধিদের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে। প্রতিটা ওয়ার্ড এর কাউন্সিলর তার ওয়ার্ডের সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা ও প্রয়োজন জানতে পারবে। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্ত সকল এলাকার মানুষ চট্টগ্রামের মেয়রকে তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজন সম্পর্কে জানাতে পারবে।
সাধারণ জনগণ ও জনপ্রতিনিধিরা একসাথে পরামর্শ করে ও ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভালোবাসার শহর চট্টগ্রামকে গড়ে তোলার জন্য Nagorik Forum Chattogram App তৈরী করা হয়েছে।
* সাধারণ জনগণ দ্বারা পরিচালিত সংবাদ মাধ্যম। প্রতিটা এলাকার মানুষ একযোগে এগিয়ে আসলেই নগরের বিভিন্ন এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে।
চট্টগ্রামের প্রতিটা এলাকার মানুষ তাদের নিজ এলাকার সংবাদ প্রকাশ করতে পারবে নাগরিক ফোরাম চট্টগ্রামে। একই সাথে আমাদের এই প্রাণের শহরকে সাজাতে সকলে তাদের ব্যক্তিগত মতামত ও দিকনির্দেশনা প্রকাশ করতে পারবে।
ব্যক্তিস্বার্থ নয়, দ্বন্দ্ব নয়, ভেদাভেদ নয় বরং বৃহত্তর জনকল্যানের উদ্দেশ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলাই নাগরিক ফোরামের একমাত্র উদ্দেশ্য।