প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এ জন্য বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষার আলোকে শিক্ষা ব্যবস্থায় নতুন বিষয় “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” সংযুক্তি করেছেন তাদের দুরদৃষ্টিতা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ।
১০০ মানের এই বিষয়টিতে আছে অনেক বিস্তারিত তথ্য এজন্য বিষয়টি অত্যন্ত সহজ করে দেখার কোন কিছু নাই কারণ বিগত ২০১৫ সালের সারা দেশের এইচ.এস.সি পরীক্ষার ফলাফল দেখলেই তা বোঝা যায়।
ইংরেজির পর এই বিষয়টিই এখন বেশী গুরুত্ব দেয়া একান্ত প্রয়োজন। আর এই কথা বিবেচনা করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা তোমাদের জন্য তৈরি করেছি এই অ্যাপস। আশা করা যায় এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়া সম্পূর্ণ করতে পারবে.....
১০০ মানে সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি দিতে হবে ৫টি যার মান- ৫০ ও বহুনির্বাচনী প্রশ্ন ২৫টি ডার মান ২৫ এবং বাকি ২৫ পরিক্ষণের জন্য যে মান নিজ কলেজ হতে দেয়া হয়। ব্যবহারিক পরিক্ষার মান বন্ঠনঃ যন্ত্রপাতির ব্যবহার: ৫ ফলাফল উপস্থাপন: ১২ মৌখিক: ৫ ও নোটবুক: ৩ মোট: ২৫ সর্বমোট মান: ১০০। এখন ৬টি অধ্যায় হতে নির্বাচিত ৫০০টি জ্ঞান ও অনুধাবনমুলক প্রশ্ন ও তার উত্তর দেওয়া আছে। অ্যাপটি আশাকরি শিক্ষার্থীদের পরীক্ষায় ভাল ফলাফল করতে সহায়ক হবে।
শুধু এইচ.এস.সি শিক্ষার্থীদের জন্য নয় সকলের জন্য বরং এইট হতে ডিগ্রী, শিক্ষক নিবন্ধন ও বি.সি.এস পরীক্ষার্থীদেরও কাজের একটি অ্যাপস।
অ্যাপসটিতে সকল অধ্যায়ের জ্ঞান ও অনুধাবনমুলক প্রশ্ন ও তার উত্তরগুলো দেওয়া আছে।