মেলা শব্দটির সাথে আমরা সকলেই অতি পরিচিত। বহু শতক ধরে সভ্যতার ঐতিহ্যকে বহন করে এসেছে মেলা। সম্প্রতি বহুল জনপ্রিয়তা অর্জন করেছে নানান বইমেলা। বই পড়তে যারা ভালোবাসেন তাদের জন্য এক বিশেষ উৎসব তো নিঃসন্দেহে সেই সাথেই শিশু ও ছাত্র ছাত্রী দের মধ্যে বই এর প্রতি ভালোবাসা গড়ে তোলার এক অন্যতম ক্ষেত্র বই মেলা।এ নিয়েই আমাদের আজকের আলোচ্য বিষয় বইমেলা প্রবন্ধ রচনা।
মেলা বলতে বোঝায় কোন একটি বিশেষ উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একই জায়গায় একই সময়ে বহু মানুষের সমাগমকে। সামাজিক সভ্যতার আদি থেকেই মেলা মানুষের চিরাচরিত সমাজ জীবনের এক বিশেষ অঙ্গ। আগেকার দিনে মেলা বিশেষ করে গ্রামে গঞ্জে আয়োজিত হলেও বর্তমানে এটি শুধুমাত্র গ্রামীণ মেলাতে সীমাবদ্ধ নেই।
আধুনিক যুগে মেলার ব্যাপ্তি স্বাভাবিক চিরাচরিত গন্ডি পেরিয়ে বহু ক্ষেত্রে বিশেষ অভিজাত মাত্রা লাভ করেছে। সম্প্রতি সেরকমই কিছু মেলার উদাহরণ হিসেবে কৃষি মেলা, শিল্প মেলা, বই মেলা প্রভৃতির কথা উল্লেখ করা যেতে পারে। এইসব গুলির মধ্যে আজ আমাদের বিশেষ আলোচ্য হলো বইমেলা যা গ্রন্থ পিপাসু মানুষের কাছে হয়তো সবচেয়ে পছন্দের এক