এই অ্যাপ থেকে আমরা জিডি করার নিয়ম, কেন জিডি করবেন, জিডির নমুনা কপি এবং কি কি বিষয় উল্লেখ করবেন সেগুলার বিস্তারিত পাবেন।
নানাবিধ সমস্যায় পড়ে আমরা আইনশৃঙ্খলাবাহিনীর দ্বারস্থ হয়ে থাকি। কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা থানায় লিখিত আকারে জানালে পুলিশ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারে। আর কিভাবে আমরা থানা থেকে সেই সহযোগিতা নিতে পারি তা অনেকেরই জানা নেই। প্রথমেই আমাদের থানায় জিডি করতে হবে।
Show More
Show Less
More Information about: জিডি করার নিয়ম-General Diary