ত্বরণ হলো পদার্থবিজ্ঞান ও গণিত চর্চার একটি অ্যাপ, যা প্রশ্নের বিভিন্ন চলকের মান পরিবর্তন করে অসংখ্য প্রশ্ন তৈরি করতে পারে। প্রশ্ন শুধু SSC পরীক্ষায় যেসব বেশি পরিমানে আসে সেসব আসবে। তোমরা প্রতিদিন এসব প্র্যাক্টিস করলে আশা করা যায় তোমাদের মাথা সব সময় চাল্লু থাকবে। খুব তাড়াতাড়ি ওইসব প্রব্লেম সলভ করতে পারবে। ওইদিক যাই কর, প্রতিদিন ১০মিনিট এখানে সময় দিলেই অনেক!!
এতে আছেঃ
১. SSC পদার্থবিজ্ঞান বইয়ের সকল অধ্যায়ের পরীক্ষায় বেশি আসা প্রশ্নের ভান্ডার।
২. ওইসব প্রশ্ন উলট পালট করে আনলিমিটেড প্রশ্ন বানানোর ক্ষমতা।
৩. প্রতিদিন লক্ষ্য সেট করে দেয়ার ব্যবস্থা। যাতে সবাই প্রতিদিন নির্দিষ্ট পরিমানে প্রব্লেম সলভ করতে পারে।
যেভাবে ব্যবহার করবেঃ
এখানে তোমাকে ম্যাচ খেলতে হবে, আর প্রত্যেকটা ম্যাচে ১০টা করে প্রশ্ন থাকবে।একটাতে এক মিনিট করে সময় পাবা।এর মধ্যে আন্সার না দিলে ম্যাচ ওইখানেই শেষ।অ্যাপ এ ঢুকে "শুরু" তে ক্লিক করলে একটা লিস্ট আসবে, যেখানে তোমাকে অধ্যায় সিলেক্ট করতে হবে। ঐসব অধ্যায় থেকে প্রশ্ন আসবে। ম্যাচ শেষে যদি তুমি "আবার" এ ক্লিক কর তবে ওইসব অধ্যায়ের প্রশ্ন দিয়ে আবার একটা ম্যাচ শুরু হবে!!