ইংরেজি আন্তর্জাতিক ভাষা। চাকুরী বা ব্যবসাতে এই ভাষার গুরুত্ব সবাই জানি। এই ভাষার একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে শুদ্ধভাবে উচ্চারণ। ইংরেজি এমন অসংখ্য শব্দ আছে যার সঠিক উচ্চারণ নিয়ে মনের মাঝে খটকা লাগে। এই যেমন-
Doubt এই শব্দটির সঠিক উচ্চারণ (ডাউট)। এখানে “b” এর উচ্চারণ হবে না। কারণ হচ্ছে, "Consonant এরপর "BT" এর উচ্চারণ “ট” এক্ষেত্রে “B” অনুচ্চারিত থাকে।" এই নিয়মের কারণে Doubt শব্দটিতে "b" এর উচ্চারণ হয়নি। এই ধরনের আরও কয়েকটি শব্দ হচ্ছে-
Debt (ডেট) – ঋণ।
Doubtful (ডাউটফুল) – সন্দিহান।
এইরকম সঠিক উচ্চারণের ৫০ টি নিয়ম আছে এই অ্যাপটিতে। যা শিখে সহস্রাধিক ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ খুব সহজেই করা যাবে।
অ্যাপ সংক্রান্ত যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন এই ই-মেইলে
[email protected]।